বিভিন্ন ইউনিটের নির্ধারিত আবেদন ফি

ফি টেবিল

Unit Faculty/Institute Application Fee (৳)
Unit - A Faculty of Arts, Law, Social Science, Fine Arts, and the Institute of Education and Research (IER) 1320.00
Unit - B Faculty of Business Studies and Institute of Business Administration (IBA) 1100.00
Unit - C Faculty of Science, Biological Sciences, Agriculture, Engineering, Geosciences, Veterinary & Animal Sciences, and Fisheries 1320.00

Student Panel এর বাটনে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে (Bkash\Rocket ব্যবহার করে) আবেদন ফি প্রদান করতে হবে।

ফি প্রদান

  1. একই নম্বর থেকে একাধিক প্রার্থীর ফি প্রদানের ক্ষেত্রে প্রত্যেক পেমেন্টের মাঝখানে অবশ্যই পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে।
  2. রকেট পেমেন্টের সময় প্রার্থীকে অবশ্যই ১২ ডিজিটের রকেট নম্বর প্রদান করতে হবে।

বিঃদ্রঃ

  • ফি প্রদানের পরবর্তী ২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে Complaint Box-এ ফি প্রদানের সময় পাওয়া SMS-টি সংযুক্ত করে অভিযোগ করুন।
  • ভুলবশত প্রদানকৃত একাধিক পেমেন্ট ফেরত দেওয়া হবেনা।